বিএনপির মহাসমাবেশকে ঘিরে সাতক্ষীরা থেকে খুলনায় গণপরিবহন চলাচল বন্ধ
আসাদুজ্জামান:
বিএনপির মহাসমাবেশকে ঘিরে সাতক্ষীরা থেকে খুলনায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যাপক দূর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বিশেষ করে বয়স্ক ও শিশুরা পড়েছেন বিপাকে। ইজিবাইক, মাহেন্দ্র ও ইঞ্জিনভ্যান যোগে সাধারন যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌছানোর চেষ্টা করছেন।
সাতক্ষীরায় দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা অনেকেই আটকে পড়েছেন। বিশেষ করে খুলনাগামী যাত্রীরা পড়েছেন মহাসংকটে। অনেকে আবার সমাজ সেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দিতে পারছেনা পরিবহন সংকটের কারনে।
বিএনপির মহাসমাবেশকে ঘিরে খুলনায় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় বাস বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। তারা নিরাপত্তাহীনতার কারনে শুক্র ও শনিবার দুই দিন খুলনার উদ্দেশ্যে কোনো বাস চালাতে রাজি হচ্ছেন না বলে জানিয়েছেন জেলাবাস-মিনিবিাস মালিক সমিতির আহবায়ক ছাইফুল করিম সাবু। তবে জেলার অন্যান্য সকল রুটে যথারীতি বাস চলাচল করছে বলে তিনি আরো জানান।
এদিকে, এসব যুক্তি নাকচ করে দিয়ে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, আওয়ালীগ বিএনপিকে ভয় পায়। আর তাই তারা খুলনার বিএনপির মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষের ভিড়কে বাধাগ্রস্ত করতে বাস মালিক ও শ্রমিকদের প্রভাবিত করে তারা গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, এপরও এসব বাধা অতিক্রম করে নেতা-কর্মীরা সড়ক ও নদীপথে খুলনার মহাসমাবেশে যোগ দেবেনে। মহাসমাবেশ জনসমুদ্রে রুপান্ত্রিত হবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।