এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে আগরদাঁড়ীকে পরাজিত করে ভোমরা চ্যাম্পিয়ন
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় এবং রওশন আরা বেগম’র পৃষ্ঠপোষকতায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলার উদ্বোধন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় ভোমরা ১টি গোল করে। ফলে ১-০ গোলে আগরদাঁড়ীকে পরাজিত করে ভোমরা ফুটবল দল জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন আবু অহিদ বাবলু, আব্দুল গফ্ফার ও ইকবাল কবির খান বাপ্পি। শুক্রবার দুপুর ২টার আগেই সাতক্ষীরা স্টেডিয়াম দর্শকে দর্শকে সম্পুন্ন গ্যালারী কানায় কানায় ভরে যায়। সাতক্ষীরার ইতিহাসে স্টেডিয়ামে এত বেশি ফুটবল প্রেমী দর্শক কখনও দেখা যায়নি। সকল গ্যালারী দর্শক পরিপূর্ণ হয়ে গেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাঠের ভিতরেও গিয়ে দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করেন। এমপি রবি ফুটবল টুর্নামেন্টটি সাতক্ষীরায় ইতিহাস হয়ে থাকবে। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।