সাতক্ষীরায় ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি :
যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু ও নকিপুর এইচ.সি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হাফিজুর রহমান প্রমুখ।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালিকাদের ফুটবল খেলায় অংশ নেয় ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়, চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতন ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতন বনাম নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যকার খেলায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতনকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী শাহরিয়া।