শ্যামনগরে মেম্বরের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
অনাথ মন্ডল:
সাতক্ষীরার শ্যামনগরের ১নং ভূরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর শোকর আলিকে মিথ্যা ভাবে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার ( ২০ অক্টোবার) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার খানপুর গ্রামের রাস্তার পাশে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, যুবক, যুবতীরদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আব্দুর রাজ্জাক গাজী ও মোঃ অলিউর তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ ছিলো। গত ১৫ অক্টোবর শনিবার সকালে আব্দুর রাজ্জাক লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর বানানোর চেষ্টা করে। অলিউল্লাহ তরফদার ও তার ছেলে আজিজুলের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক (৪৮) নিহত হয়।
নিহতের ছেলে মো: আফজাল হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় ১৫ জনের নামে মামলা করে। মামলায় মিথ্যা ভাবে নিরীহ মেম্বর শোকর আলী সহ সুশান্ত ও উত্তম মণ্ডলকে জরিয়ে দেয়।
তারা আরও বলেন, আমাদের মেম্বার শোকর আলী খুব ভালো মানুষ। বিরোধী পক্ষের লোকজনের কারসাজিতে মেম্বর সহ দুই অসহায় মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে। তাদের কোন দিন কারোর সাথে ঝামেলা করতে দেখিনি চক্রান্ত করে তাদেরকে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে নির্দোষ মানুষদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে মামলার বাদী আফজাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের নাম দেয়া হয়েছে। বাইরের কাউকে জড়ানো হয়নি।
Please follow and like us: