এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, ৪২ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাদেশে ৬ নভেম্বর থেকে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, সারাদেশে ৯টি শিক্ষাবোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। এবার কেন্দ্র সংখ্যা ২ হাজার ৬৪৯টি ও প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ১৮১টি। গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে ২৮টি, প্রতিষ্ঠান কমেছে ২টি। বিদেশের ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২২ জন।
Please follow and like us: