কালিগঞ্জে এক ব্যবসায়িকে পিটিয়ে ও কুপিয়ে জখম, প্রধান আসামী গ্রেপ্তার
রঘুনাথ খাঁঃ
এক ব্যাবসায়িকে লোহার রড দিয়ে
পিটিয়ে জখম করে পৌনে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায়
মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার
চম্পাফুল ইউপি’র কুমারখালি গ্রামের শান্তিরঞ্জন মিস্ত্রী বাদি
হয়ে আনন্দ মিস্ত্রীসহ পাঁচজনের নাম উলে-খসহ অজ্ঞাতনামা
আরো পাঁচজনের নাম উলে-খ করে কালিগঞ্জ থানায় এ মামলা দায়ের
করেন। পুলিশ এ মামলার প্রধান আসামী আনন্দ মিস্ত্রীকে তার
বাড়ির পাশ থেকে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গ্রেপ্তার
করেছে।
মামলার বিবরনে জানা যায়, বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ
করায় গত বছরের ৯ সেপ্টেম্বর মোবাইল কোর্টে জরিমানা হওয়ায়
কুমারখালি গ্রামের ব্যবসায়ি শান্তিরঞ্জন মিস্ত্রীর উপর ক্ষুব্ধ ছিল
একই গ্রামের বিষ্ফোরক দ্রব্য আইেেনর কালিগঞ্জ থানার জিআর
১৩৫/১৩ মামলার আসামী আনন্দ মিস্ত্রী ও তার সহযোগিরা। গত ৮
অক্টোবর তাকে উজিরপুর শ্মশানঘাটের পাশে হুমকি দেওয়া হয়।এরই
ধারাবাহিকতায় সাতক্ষীরা শহরের “অর্ণব ফিশ’ এর স্বত্বাধিকারী স্বপন কুমার মণ্ডলের কাছ থেকে চার লাখ টাকা ও প্রধান ডাকঘর
থেকে ৭৩ হাজার ৪৪০ টাকা তুলে বাড়ি ফেরার পথে গত ১৬
অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বাড়ি এটাকা নিয়ে তিনি
রবিবার বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে
কুমারখালি কাঠের ব্রীজের উত্তর পাশে আসা মাত্রই আগে থেকে ওঁৎ
পেতে থাকা আনন্দ মিস্ত্রী, বিম্বজিৎ মিস্ত্রী, রামপদ তরফদার,, মিলন
তরফদার ও বিপ-ব সরকারসহ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তার মোটর
সাইকেলের গতিরোধ করে। এরপরপরই লোহারড রড ও দা দিয়ে আনন্দ
মিস্ত্রীর মাথায় দুই হাতে, পায়ে, বুকে ও পিঠে এলোপাতাড়ি
পিটিয়ে জখম করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তার কাছে থাকা
পৌনে পাঁচ লাখ টাকা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান বাবু
জানান, মঙ্গলবার রাতে শান্তিরঞ্জন মিস্ত্রী বাদি হয়ে আনন্দ
মিস্ত্রী, বিশ্বজিৎ মিস্ত্রী, রামপদ তরফদার, মিলন তরফদার ও বিপ-ব
সরকারের নাম উলে-খসহ অজ্ঞাতনামা পাঁচজনের নাম উলে-খ করে
থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই আনন্দ মিস্ত্রীকে
গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। টাকা
উদ্ধারে আসামীকে রিমাণ্ডে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের
জবাবে তিনি বলেন সেটা ভেবে দেখা হবে।