পাটকেলঘাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং
স্টাফ রিপোর্টার:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা বাজার তদারকি টিম (১৭ অক্টোবর) সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় তদারকি করেন।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব জেলা সদস্য মো. সাকিবুর রহমান, তালা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মোঃ আব্দুল মতিন ও জেলা পুলিশ ফোর্সেস’এর সহায়তায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ:পরিচালক মো. নাজমুল হাসান।
এ তদারকি কার্যক্রমের সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার পাটকেলঘাটা বাজারের মেসার্স কামরুল স্টোরে ৪৫ ধারায় ১ হাজার, আচিমতলায় টাটা ফুডস প্রোডাক্টস কারখানায় ৩৭ও৪৫ ধারায় ১০ হাজার ও জুজখোলায় হবিবরের গুড়ের কারখানায় ৪২ও৪৩ ধারায় ১৪ হাজার টাকা মিলে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময়ে হাতেনাতে ধৃত কৃত্রিম উপগ্রহ উৎপদন প্রায় ২০০ কেজি ভেজাল গুড় নষ্ট করে দেওয়া হয়েছে।
Please follow and like us: