শ্যামনগরে সুষ্ঠ ও নিরাপক্ষ ভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর :
শ্যামনগরে সুষ্ঠ ও নিরাপক্ষ ভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ ১৭ নভেম্বর ২০২২ তারিখ সকাল থেকে উৎসুক জনতা অধীর আগ্রহের পর ২.২০ মিনিটের সময় নির্বাচিত ব্যক্তিদের নাম জানিয়ে দেন নির্বাচন কমিশন ৷ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয় ৷ ১৫৮ জন মেম্বার ভোটারের মধ্যে ৩জন মেম্বার অনুপস্থিতির কারনে ১৫৫ জন মেম্বার ভোটার ভোট প্রদাণ করেন ৷
জেলা পরিষদের সদস্য প্রার্থী পদে ৬ জন পুরুষ প্রার্থীর মধ্যে ডালিম কুমার ঘরামী তালা প্রতিক নিয়ে ২৬ ভোট, মল্লিক ফজলুল হক ক্রিকেট ব্যাট প্রতিক নিয়ে ২ ভোট, মাকছুদুর রহমান টিউবওয়েল নিয়ে ৬১ ভোট, নুরুল হক বক প্রতিক নিয়ে ১ ভোট, গোলাম মোস্তফা হাতি প্রতিক নিয়ে ৬৫ ভোট, মোর্তজা কামাল বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ০ ভোট পান ৷ এর মধ্যে গোলাম মোস্তফা হাতি প্রতিক নিয়ে ৬৫ পেয়ে বিজয়ী হন ৷
জেলা পরিষদের সদস্যা প্রার্থী পদে ৪ জন মহিলা প্রার্থীর মধ্যে ফতেমা খাতুন রিক্তা হরিণ প্রতিক নিয়ে ১৩ ভোট, রোকেয়া খাতুন বই প্রতিক নিয়ে ২৯ ভোট, রোজিনা পারভীন দোয়াত কলম প্রতিক নিয়ে ৩৯ ভোট, শিল্পী রানী মৃধা ফুটবল প্রতিক নিয়ে ৭৪ ভোট পান ৷ এর মধ্যে শিল্পী রানী মৃধা ফুটবল প্রতিক নিয়ে ৭৪ ভোট পেয়ে বিজয়ী হন ৷
এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী পদে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতিক নিয়ে ৯১ ভোট ও খলিলুর রহমান ঝড়ু চিংড়ী প্রতিক নিয়ে ৬৪ ভোট পান ৷ এর মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী পদে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতিক নিয়ে ৯১ ভোট পেয়ে বিজয়ী হন ৷
Please follow and like us: