শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
অনাথ মন্ডল, শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগরের মিথ্যা হত্যা মামলায় হিন্দু সম্প্রদায়ের সুশান্ত মন্ডল , উত্তম মন্ডল স্থানীয় ইউপি সদস্য শোকর আলি কে আসামী করায় তার প্রতিবাদে মানববন্ধন করেন হিন্দু সম্প্রদায়ের জনগন ও এলাকাবাসী।
সোমবার( ১৭ অক্টোবার) বেলা ১২ টায় শ্যামনগর ভূরুলিয়ার হাটচালা গ্রামে রাস্তার দাড়িয়ে মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে এ মানববন্ধন করেন।
এলাকাবাসী বলেন, আব্দুর রাজ্জাক গাজী ও মোঃ অলিউর তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ অক্টোবর শনিবার সকালে আব্দুর রাজ্জাক লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর বানানোর চেষ্টা করে।
এ সময় অলিউল্লাহ তরফদার ও তার ছেলে আজিজুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক (৪৮) নিহত হয়। নিহতের ছেলে মো: আফজাল হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় ১৫ জনের নামে মামলা করে। মামলায় মিথ্যা ভাবে সুশান্ত , উত্তম ও ইউপি সদস্য শোকর আলিকে জরিয়ে দেয়। এ মামলায় শ্যামনগর থানা পুলিশ ৪ জনকে আটক করেন।
মানববন্ধনে সুশান্তর মা বাছি রাণী বলেন, যে দিন মারামারি হয় ঐ দিন সকালে সুশান্ত বাড়ি ছিল না ভাটায় কাজ করতে গিয়েছিল। উত্তমের স্ত্রী সুদেবী বলেন, শনিবার সকালে মারারির সময় আমার স্বামী বাড়ি মুরগির খামারে খাদ্য দিয়ে জমিতে কাজ করতে যায়।
স্থানীয় সৈবা মন্ডল, হরিদাস মন্ডল , ফতেমা বেগম বলেন, আমাদের মেম্বার শোকর আলী খুব ভালো মানুষ তার নাম সহ দুই অসহায় মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে। তারা কোন দিন কোন কারোর সাথে ঝামেলা করতে দেখিনি চক্রান্তভাবে তাদেরকে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। মানববন্ধনে এলাকাবাসি সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি জানান।
Please follow and like us: