নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৬০০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির মানবিক বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, ভয়াবহ বন্যায় বিপর্যয় নামার ফলে ১৩ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।
নাইজেরিয়ার মানবিক সম্পর্কিত মন্ত্রণালয়ের মন্ত্রী সাদিয়া ওমর ফারুক বলেন, দুর্ভাগ্যবশত, ১৬ অক্টোরব পর্যন্ত আমরা ৬০৩ জন নাইজেরিয়ানকে বন্যার বিপর্যয়ে হারিয়েছি।
মন্ত্রী বলেন, গত সপ্তাহে বন্যায় ৫০০ জনের মৃত্যু দাঁড়িয়েছিল। তবে রাজ্যের সরকারগুলোর বন্যার প্রস্তুতি না থাকায় সাতদিনে ১০০ জনের মৃত্যু বেড়েছে।
তিনি আরো বলেন, ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৮২ হাজার বাড়িঘর একেবারে বিধ্বস্ত হয়েছে এবং এক লাখ ১০ হাজার হেক্টর কৃষি জমির ক্ষেত নষ্ট হয়েছে।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, সাধারণত জুন মাসে বর্ষা মৌসুম শুরু হয়। তবে গত আগস্ট থেকে নাইজেরিয়ায় ভারী বর্ষণ শুরু হতে থাকে।
এর আগে, ২০১২ সালে নাইজেরিয়ার আরেকটি ভয়াবহ বন্যায় ৩৬৩ জনের মৃত্যু হয়েছিল। ঐ সময় ২১ মানুষ বাড়ি ছাড়া হন। সূত্র-এএফপি।