উৎসব মুখুর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচন
নিজস্ব প্রতিনিধি:
সারাদেশের ৬১টি জেলা পরিষদের সাথে সাতক্ষীরার সাতটি উপজেলায় ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচন সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।
সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের চিত্র পরিলক্ষিত হয়েছে।
সাতক্ষীরা জেলা রিটার্ণিং অফিসার মোঃ হুমায়ুন কবীর জানান, তালা, দেবহাটা ও শ্যামনগর উপজেলায় একটি করে, কলারোয়া, সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে ২টি করে এবং আশাশুনিতে ৩টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।প্রতিটি ভোট কেন্দ্রে ২টি করে বুথ রয়েছে।
ভোট গ্রহণ করা হচ্ছে ইভিএমে। মোট ভোটার সংখ্যা ১০৫৯ জন। চেয়ারম্যান পদে এক, সংরক্ষিত মহিলা আসনে তিন ও সাধারণ সদস্য পদে সাতটি আসনে ভোটাররা তাদের ভোট দেবেন।
ভোটের ময়দানে রয়েছেন চেয়ারম্যান পদে দুইজন ।আ.লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী খলিলুল্লাহ ঝড়ু, সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন।