সাতক্ষীরায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালা উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম এর আওতায় পুরোহিতদের তিন দিনব্যাপী হিন্দু আইন ও পূজা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা মায়ের বাড়ি হলরুমে প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।
খুলনা হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট জুনিয়র কনসালটেন্ট ময়না ব্যানার্জীর সভাপতিত্বে হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট জুনিয়র কনসালটেন্ট সুশান্ত ব্যানার্জীর সঞ্চালনায় প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন, মেধস ব্যানার্জী ও দিবাকর ভট্টাচার্য, সঞ্জয় চক্রবর্তী, হীরা মোহন চক্রবর্তী, রবীন্দ্র ব্যানার্জী, হরপ্রসাদ, প্রমূখ।
প্রধান অতিথি বলেন, শেখার বা জানার কোন শেষ নেই। তাই শুধু ধর্ম বিষয় জ্ঞান থাকলে চলবে না। হিন্দু ধর্মীয় আইন ও মেনে চলতে হবে। ডিজিটাল যুগে ডিজিটাল নিয়মকানুন মেনে ধর্মীয় নিয়ম নীতি পালন করতে হবে।
হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫ জন পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ অংশগ্রহণ করছেন।
Please follow and like us: