নারীর সাথে ফুর্তি কালে আব্দুল্লাহ মোটর্সের পরিচালক আব্দুল্লাহ মামুন আটক
খুলনা ব্যুরো :
ডুমুরিয়ায় এক নারীকে নিয়ে ২ বন্ধু ফুর্তি করার সময় স্হানীয় জনতা কতৃক থানা পুলিশের হাতে আটক। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি জিডি করা হয়েছে এবং আটক দুই জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, উপজেলার চুকনগর বাজারের আব্দুল্লাহ মোটর্সের পরিচালক নারীলোভী আব্দুল্লাহ আল মামুন (২৭) এবং তার অপর নারী পাটনার শোভব মন্ডল (২৬) কে অসামাজিক কার্যকলাপ চলা অবস্থায় শনিবার (১৫ অক্টোবর) ভোর রাতে গুটুদিয়া এলাকা থেকে আটক করা হয়েছে।
থানার সাধারণ ডায়েরী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুকনগর বাজারের মেসার্স আব্দুল্লাহ মোটর্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন (২৭) ও তার সহযোগী কেশবপুর থানা এলাকার শোভন মন্ডল (২৬) খুলনা নগরীর বয়রা এলাকার এক নারীকে নুসরাত জাহান শ্রাবণী । তারা ঢাকা মেট্রো- ও – ০০-০৬৩৯ নাম্বারের একটি প্রাইভেট কারের মধ্যে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করা হয়।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন এব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। আটককৃত দের জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us: