জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি
সাতক্ষীরা প্রতিনিধি :
“বর্জ্যরে পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন ও হাতের পরিছন্নতায়, এসো সবে এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র যৌথ আয়োজনে শনিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে এ উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, কলারোয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, আশাশুনি উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, দেবহাটা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন, শ্যামনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, তালা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মফিজুর রহমান প্রমুখ।
এসময় প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। র্যালি পরবর্তী ছাত্র/ছাত্রীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।