কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের লক্ষে সাতক্ষীরায় চাকরি মেলা
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বিভিন্ন ট্রেড কোর্সে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের লক্ষে চাকরি মেলার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরার চালতেতলা ক্যাথলিয়াক চার্চে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিএমজেড ও ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে জিআইজেড এর কারিগরি সহায়তায় ইউএমএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের আওতায় জিএফএ কনসালটিং গ্রæপ কর্র্র্তৃক বাস্তবায়িত বিভিন্ন ট্রেড কোর্সে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ৬৬১ জন প্রশিক্ষিত জলবায়ু অভিবাসী ও হত দরিদ্রদের কর্মস্থানের লক্ষ্যে আয়োজিত চাকরি মেলায় সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
সম্মানিত অতিথি ছিলেন, আওতায় জিএফএ কনসালটিং গ্রæপ এর টিম লিডার এ্যালাসটিয়ার মেচিন।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, আওতায় জিএফএ কনসালটিং গ্রæপ এর ডেপুটি টীম লিডার হাবিবুর রহমান, উপদেষ্টা রতন মানিক সরকার, সাতক্ষীরা বিসিক এর সহকারী পরিচালক গোলাম ছাকলাইন কাফি, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মি. আব্দুল ওয়াদুদ। শেষে চাকরি পাওয়া দুই যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধান অতিথি।
এসময় বক্তারা বলেন, বর্তমানে দক্ষ মানুষের খুবই প্রয়োজন। দক্ষ মানুষ দেশের সম্পদ। শুধুমাত্র কারিগরি স্কুলই বেকারত্ব দূর করতে পারবে না। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। তবে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষরা কেউ বেকার থাকে না। যে কারণে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হতে হবে। তাহলেই বেকারত্ব দূর হবে।