শ্যামনগরে নরেন্দ্র মুন্ডাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সড়ক অবরোধ
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরার শ্যামনগরের ঘুমঘাট অন্তখালিতে নরেন্দ্র মুন্ডাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও তিন মুণ্ডা সম্প্রদায়ের নারীকে পিটিয়ে জখমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা- মুন্সিগঞ্জ সড়কের শ্যামনগর বাসস্টাণ্ড সংলগ্ন সড়কের উপর ঘন্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি চলে।
অবরোধ কর্মসূচিতে মুন্ডা সম্প্রদায় এর স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটির আহবায়ক গোপাল মুন্ডার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সিনিয়র সদস্য প্রফেসর আব্দুল হামিদ,দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. ওসমান গণি, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিপিবি’র জেলা সভাপতি আবুল হোসেন, বাসদের জেলা সংগঠক এড.খগেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মুন্ডা সম্প্রদায় এর স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটির সদস্য শেখ ফারুক হোসেন, রাম প্রসাদ মুন্ডা প্রমুখ।
বক্তারা বলেন, মুন্ডা সম্প্রদায়ের সম্পত্তির অবৈধ দখল নিতে বার বার তাদের উপর হামলা করা হয়। গত ১৯ আগস্ট সন্ত্রাসীদের হামলা নিহত হন নরেন্দ্র নাথ মুন্ডা। আহত হন তারই পরিবারের তিন গৃহবধু। এঘটনায় একটি মামলা হলেও হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামীরা কৌশলে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় ফিরেছেন। আওয়ামী লীগ নেতা অ্যাড. শুকুর আলী, গোলাম মোস্তফা বাংলা ভাইসহ অন্যরা রয়েছেন ফুরফুরে মেজাজে। আবার তারা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। এমনকি নরেন্দ্র হত্যা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মর্মে প্রচার করা হচ্ছে। এমনটি সাতক্ষীরাবাসী বসে থাকবে না। কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে এই হত্যাকান্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
এদিকে, অবরোধ চলাকালে শ্যামনগর-সাতক্ষীরা সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার এই নির্মম হত্যাকান্ডের বিষয়ে সকল ধরনের আইনী সহযোগিতা এবং ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস প্রদান করার পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ কর্মসূচি স্থগিত করে এক সপ্তাহের নতুন কর্মসূচি ঘোষনা করেন সম্প্রীতি রক্ষা কমিটি।