তালায় আঠাশ চাউল প্রসেস করে মিনিকেট চাউল তৈরী করার অপরাধে ২ টি অটো প্রসেস মিল কে জরিমানা
তালা প্রতিনিধি :
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এঁর নেতৃত্বে মঙ্গলবার (১১অক্টোবর )সকাল ১১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আঠাশ চাউল প্রসেস করে মিনিকেট চাউল তৈরী করে প্রতারনার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন( ২০০৯)লঙ্ঘন করার অপরাধে উপজেলার জাতপুর বাজারের বিশ্বাস অটো প্রসেস এন্ড রাইচ মিলের ব্যবসায়ীদের ২০ হাজার টাকা,ও চৌধুরী হামিদা প্রসেস রাইচ মিলের ব্যবসায়ী কে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সাতক্ষীরা ক্যাব সদস্য এবং জেলা পুলিশের একটি টিম সহ জাতপুর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
Please follow and like us: