আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ বিনষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মৎস্য ব্যবাসায়ীকে জরিমানা ও চিংড়ী মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক মেজর গালিব এর নেতৃত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ব্যবসায়ী উপজেলার দুর্গাপুর গ্রামের অহিদুল ইসলাম, গাবতলা গ্রামের কালিপদ সানা ও বাঁকড়া গ্রামের মোজাফফরের কাছ থেকে ৬৫ কেজি ও অজ্ঞাতনামা মালিকের ৬০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ী মাছ জব্দ করা হয়। সাথে সাথে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ বিধি (৪/৫) এর আলোকে অহিদুলকে ২০ হাজার টাকা, কালিপদ ও মোজাফফরকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ নদীতে ফেলে বিনষ্ট করা হয়।