কালীগঞ্জে ইঁদুর মারা ফাঁদের বিদ্যুতের তারে জড়িয়ে এক জেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
কালীগঞ্জর পল্লীতে ইঁদুর মারা ফাঁদের বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার ভোর চারটার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামে । আহত চারজনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত নাম রামপদ মন্ডল (১৯)। তিনি কালীগঞ্জের বানিয়াপাড়া গ্রামের সুশীল মন্ডলের ছেলে। আহতরা হলো সুনীল মন্ডল (৫০), তার ভাইপো নয়ন মন্ডল (২০) মানিক মন্ডল (২৬) ও আব্দুল আজিজের ঘের কর্মচারী মোয়াজ্জেম হোসেন (২ঁ৭)। সকলের বাড়ি কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে।
আহত সুনীল মন্ডল জানান, তারা আজ রোববার ভোর চারটার দিকে বানিয়াপাড়া গ্রামের শেখ আব্দুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। একই গ্রামের আবুল হোসেন আগে থেকেই ইঁদুর থেকে রক্ষা পেতে তার ধান ক্ষেতে বিদ্যুতিক ইঁদুর মারার ফাঁদ পেতে রাখে। ঘেরে যাওয়ার পথে তারা ইঁদুর মারা ফাঁদের বৈদুতিক তারে জড়িয়ে যায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় রামপদ মন্ডলের। এ সময় তিনিসহ চারজন আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।