ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামনগরে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল
অনাথ মন্ডল, শ্যামনগর:
কালেমাখচিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে হাজারো নবীপ্রেমি মানুষ শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।
রবিবার (৯ অক্টোবর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করে মহানবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্নোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র্যালিতে শোভাবর্ধন করে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা সর্বজনীন শান্তির বার্তা ছড়িয়ে দিতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন প্রিয় নবীজি (সা.) এর শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
র্যালি জুলুস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শমসের আলী ঢালীর সভাপতিত্বে ও হায়বাতপুর শেখ পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শংকরকাটি জামে মসজিদের পেশ ইমাম ও রামনগর কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব আব্দুল বারী, মাওঃ আরিফ বিল্লাহ, রামনগর কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার প্রভাষক মাওঃ আব্দুল আজিজ, হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ মুফতি শামসুদ্দিন, রামনগর কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ কারী সোহরাব হোসেন, মোঃ মাসুম বিল্লাহ সুজন, মাওঃ বেলাল হোসেন, মাস্টার নাসির উদ্দিন, মাওঃ ইব্রাহিম, মাওঃ জি.এম হাসানুজ্জামান, মোঃ ইমরান হোসেন প্রমুখ।
Please follow and like us: