শ্যামনগরে খোলপেটুয়া নদীতে দুর্গা প্রতিমা বিসর্জ্জন অনুষ্ঠিত
অনাথ মন্ডল, শ্যামনগর:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে দুর্গা প্রতিমা বিসর্জ্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুর্গা প্রতিমা বিসর্জ্জনের লক্ষ্যে বুধবার বিকাল থেকে নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে নৌকায় করে দুর্গা প্রতিমা নিয়ে প্রদক্ষিণ করতে থাকে। পরবর্তীতে প্রদক্ষিণ শেষে নদীতেই প্রতিমা বিসর্জ্জন দিয়ে শান্তি জল নিয়ে সকলে বাড়ি ফেরেন। দুর্গা প্রতিমা বিসর্জ্জন উপলক্ষে শ্যামনগরে হাজার হাজার মানুষ খোলপেটুয়া নদীর দুই পাড়ে ভীড় জমাতে থাকে এবাং কয়েক শত নৌকা, ট্রলার ও কার্গোতে করে দর্শনার্থীরা নদীতে আনন্দ উল্লাস করেন।
বিজয়া দশমীর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ থানার ওসি খান শরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল,প্যানের চেয়ারম্যান আব্দুল রউফ, মেম্বর মুকুন্দ পাইক প্রমুখ।
Please follow and like us: