দেবহাটায় কার্পেটিং রাস্তা ও স্কুলের নির্মান কাজ উদ্বোধণ করলেন এমপি রুহুল হক
স্টাফ রিপোর্টার:
নির্বাচনী এলাকা দেবহাটায় একটি কার্পেটিং রাস্তা নির্মান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি।
বৃহষ্পতিবার বেলা ১১টায় প্রথমে দেবহাটা কলেজ থেকে মাঘরী গামী নির্মানাধীন কার্পেটিং রাস্তাটির উদ্বোধন করেন তিনি। গ্রামীন সড়ক ব্যবস্থার উন্নয়নে প্রায় ৭৮ লাখ টাকা ব্যায়ে ওই কার্পেটিং রাস্তাটি নির্মিত হচ্ছে। পরে উপজেলার শশাডাঙ্গায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যায়ে নির্মানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এমপি রুহুল হক।
এসময় উন্নতমানের নির্মান সামগ্রী ব্যবহারসহ নির্মানাধীন প্রকল্পের গুনগত মান নিশ্চিতে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশনা দেন তিনি। এসকল প্রকল্পের উদ্বোধনকালে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এমপি’র ব্যাক্তিগত সহকারী শাহীন বিশ্বাস, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগ নেতা মিঠু, কল্লোলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।