কলারোয়ায় সহকারী প্রধান শিক্ষকদের জরুরি সভা
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকমন্ডলীদের দ্বিতীয় টাইম স্কেলের বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।
সভায় সহকারী প্রধান শিক্ষকমন্ডলী বলেন, বর্তমানে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ যে স্কেলে বেতন ভাতাদি উত্তোলন করছেন ঠিক একই বেতন ভাতাদি তারাও উত্তোলন করছেন। সহকারী প্রধান শিক্ষকদের একটি আলাদা বেতন স্কেল থাকা উচিৎ বলে তারা দাবি করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক এর বেতন সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। সরকারের এমন সিদ্ধান্তে তারা দ্বিতীয় টাইমস্কেলের দাবিতে একমত হয়ে আইনিপদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
জরুরি সভায় উপস্থিত ছিলেন দ্বিতীয় টাইমস্কেল দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি কে,কে,ই,পি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুস সালাম, কমিটির সদস্য সচিব কলারোয়া গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ মাহমুদ, বি,এস,এইচ সিংগা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, হিজলদি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হযরত আলী, খোরদো হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জি,এম আমিনুল ইসলাম, বামনখালি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রী সুভাস চন্দ্র ঘোষ, কাজীরহাট গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফারহানা, বি,বি,আর,এন,এস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির আজাদ প্রমুখ।
Please follow and like us: