অসাম্প্রদায়িক চেতনা উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ -ডি. আই. জি. মহিদউদ্দীন
তালা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন খুলনা রেঞ্জের ডি আই জি ড.খ.মহিউদ্দিন বিপিএম।তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন,সাতক্ষীরা জেলাকে আমি সবসময় বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি।বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার উপরে দাড়িয়ে আছে । সেই চেতনার সবার উপরে আমরা বাঙ্গালী ।
এই মাটিতে আমার যেমন অধিকার তেমন অধিকার আপনারও। মাননীয় প্রধানমন্ত্রী,সরাষ্ট্রমন্ত্রী ও আই জি পি মহাদয় আমার উপর যে দ্বায়িত দিয়েছেন আমি তাদের প্রতিনিধি হয়ে মহাঅষ্টমীর শুভেচ্ছা জানাতে এসেছি।উৎসবের আগে যদি উৎকন্ঠা থাকে তাহলে উৎসবের আর আনন্দ থাকেনা। এই জন্য আমি আগাম প্রস্ততি নিয়েছি।কেবল পুলিশ সদস্য শুধু নয় জেলা পুলিশ সুপারও রাতে ঘুমাবেনা।
আমি চাই আমাদের উপর অর্পিত রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দ্বায়িত সঠিকভাবে পালন করতে। আমরা আমাদের দেশ সোনার বাংলাকে সকলেই ভালবাসব, তার কৃষ্টিকে ভালবাসব। আমার মাতৃভূমি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে। বড় দিন, ঈদ বা দূর্গাউৎসব আমরা সকলে মিলে সুন্দরভাবে পালন করব।
এসময় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। অনুষ্ঠানে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন মন্দির কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্ধকে ফুলেল শুভেচ্ছো জানানো হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও জেলা আ”লীগ নেতা সরদার মুজিব, জি. আই.জি কার্যলয়ের অতিরিক্ত পুলিশ সুপার সৌমিত্র মজুমদার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, আতিকুর রহমান,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাত হোসেন, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক বাবলুর রহমান খান, পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আ”লীগ নেতা আব্দুর রহমান প্রমূথ।
Please follow and like us: