শ্যামনগরে শ্রীফলকাটী দাখিল মাদ্রাসার সুপার কর্তৃক অবৈধ নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর :
শ্যামনগরে এমপিও ভ‚ক্ত হওয়ার আগেই শ্রীফলকাটী দাখিল মাদ্রাসার সুপার কর্তৃক অবৈধ নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। স্বরজমিনে যেতেই সহকারী সুপার আমিনুর রহমান হাজিরা খাতায় জাল স্বাক্ষর করে রেজিস্ট্রার খাতা পূরণ করছেন। রেজিস্ট্রার খাতার আগে পাতা লাগিয়ে ২০১৪ সাল থেকে গণস্বাক্ষর ও বর্তমান নিয়োগ প্রাপ্ত ২ জন সহকারী শিক্ষক ১ জন কর্মচারী হাজিরা সংশোধন করতে দেখাগেছে।
রেজিস্ট্রারের ছবি তুলতেই জড়িতকন্ঠে সহকারী সুপার আমিনুর রহমান বলেন, সুপার হারুনা রশিদের নির্দেশে এমনটা করছি।
অন্যদিকে সহকারী শিক্ষক হাফিজুর রহমানের স্ত্রী বালিয়াডাঙ্গা বাজার মাদ্রাসায় চাকুরী করতেন। এমপিও ভ‚ক্ত হওয়ার কথা শুনে সহকারী শিক্ষক হাফিজুর রহমান সুপার হারুনা রশিদকে মোটা অংকের অর্থ দিয়ে তার স্ত্রীকে শ্রীফলকাটী দাখিল মাদ্রাসায় অবৈধ নিয়োগ দেন।
১৪ জন শিক্ষক ও ১ জন কর্মচারী দিয়ে মাদ্রাসার কার্য্যক্রম চলে আসছিল। উপজেলার কয়েকটি মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ার কথা শুনে সুপার হারুনা রশিদ অবৈধ নিয়োগ বানিজ্যের মাধ্যমে ২ জন সহকারী শিক্ষক ১ জন কর্মচারীর নাম রেজিস্ট্রারে অন্তরভ‚ক্ত করেন।
মাদ্রাসায় সাংবাদিকরা গেলে শিক্ষকরা ছাত্র/ছাত্রীদের কড়া নজরদারী রাখতে দেখাগেছে। মাদ্রাসার সামনে ছিলো না কোন সাইনবোর্ড। ছাত্র/ছাত্রীর সংখ্যাও ছিলো খুবই কম।
কয়েকজন ছাত্রদের বাড়ীতে গিয়ে জানাগেছে, নতুন ২ জন শিক্ষক ও ১ জন কর্মচারীর আগমন ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, মাদ্রাসার সুপার হারুনা রশিদ মাদ্রাসায় যা বলেন আমরা শিক্ষকরা তার কথা শুনতে বাধ্য হই।
সাংবাদি “তথ্য প্রাপ্তির” আবেদন ফরমের মাধ্যমে মাদ্রাসার সুপার হারুনা রশিদের কাছে তথ্য চাইলে তিনি বিভিন্ন তালবাহনা সহ উপজেলা শিক্ষা অফিসারের দোহাই দেন। এবং বলেন, উপজেলা শিক্ষা অফিসারের বিনা অনুমতিতে কোন তথ্য দিতে পারবো না।
তবে উপজেলা শিক্ষা অফিসার নূরমোহাম্মাদ তেজরত মোবাইলে বলেন, তারা তথ্য না দিলে আমি কি করবো? আমি বলে দিবো, যদি তথ্য না দেয় তবে আমার কিছু করার নেই। আপনার অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টি ক্ষতিয়ে দেখবো।
উপজেলা শিক্ষা অফিসার নূরমোহাম্মাদ তেজরত ও মাদ্রাসার সুপার হারুনা রশিদের যোগসাজশে এই বানিজ্য হয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিত্বে জানাগেছে।
জেলা শিক্ষা অফিসার আব্দুল্ল্যাহ আল-মামুন বলেন, আমি এ বিষয় কিছুই জানি না।