আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম আহত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৯.৩০ টার দিকে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মোল্যা বাড়ি মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সামছুল আলমের সফরসঙ্গী মোটর সাইকেল চালক আসমাতুল্লাহ আল গালিব ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদ নির্বাচনে নিয়মিত গণ সংযোগের অংশ হিসাবে মোটর সাইকেলে চেপে তিনি শ্রীউলা ইউনিয়নে যাচ্ছিলেন। ঘটনাস্থানে পৌছলে পিছন দিক থেকে দ্রæতগতির যাত্রাবাহী মিনিবাস (ঢাকা- চ-৩৩৫৫) মোটর সাইকেলে ধাক্কা দিলে মোটর সাইকেলসহ তারা বাসের তলায় চলে যান।
এতে সামছুল আলমের পায়ের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তক্ষরণ হয়েছে বলে জানাগেছে। চালক আসমাতুল্লাহও আহত হন। স্থানীয়রা গুরুতর আহত সামছুল আলম ও আসমাতুল্লাহকে উদ্ধার করে দ্রæত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটর সাইকেলটিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিনিবাসটি পুলিশ হেফাজতে আছে।
আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান।