শার্শা উপজেলায় পুজা মন্ডপের নিরাপত্তায় আনসার মোতায়েন
বেনাপোল প্রতিনিধি :
বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এর নির্দেশনায়, সারা দেশের পূজা মন্ডপগুলোতে গতকাল থেকে আনসার মোতায়েন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলায় ২৯টি পূজা মন্ডপের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়েছে।
শার্শার প্রতিটি পূজা মন্ডপে অনন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডিউটিরত অবস্থায় আনসার সদস্যদের দেখা গিয়েছে।
এ বিষয়ে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল বলেন, আমাদের জেলা কমান্ড্যান্ট স্যারের নির্দেশনার তত্বাবধানে, শার্শা উপজেলায় ২৯ টি পুজা মন্ডপের নিরাপত্তায় ১৭২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ৬ দিন স্ট্যাটিক দায়িত্ব পালন করবে এবং এদের মনিটরিং করার জন্য উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।
এছাড়াও এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর উপস্থিতিতে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল সহ আনসার-ভিডিপি’র অন্যান্য সকল সদস্যরা।
Please follow and like us: