পুলিশ পরিচয় দিয়ে হুমকি : আতঙ্কে রুহুল কুদ্দুস
নিজস্ব প্রতিনিধি :
কালীগঞ্জ উপজেলার গান্ধুলিয়া এলাকার ধলবাড়িয়া ইউনিয়নের মৃত মোশারাফ হোসেনের ছেলে হাজী রুহুল কুদ্দুস, পেশায় এক জন ব্যবসায়ী ও কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, হাজী রুহুল কুদ্দুস কখনো জামাত ইসলামী আন্দোলনের সাথে জড়িত নন ও ছাত্র জীবনে বিএনপি সংগঠনের সাথে যুক্ত ছিলো না এবং তার নামে কোন নাশকতার মামলা নেই ।
সম্প্রতি বিএনপির চলমান আন্দোলন চলছে সেই আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে জেলায় জেলায় ও ইউনিয়ন পর্যায়ে আন্দোলনে নেতাকর্মীদের তালিকা করছে পুলিশ এমনটায় গণমাধ্যমে অভিযোগ করে আসছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা। সেই সূত্র ধরে বিগত ১৯ /০৯ /২০২২ তারিখে কালিগঞ্জ থানার পুলিশ পরিচয় দিয়ে হাজী রুহুল কুদ্দুসকে বিভিন্ন মাধ্যম এবং ফোন দিয়ে বলা হয় আপনার বিএনপি চলমান নাশকতার আন্দোলনে তালিকায় আপনার নাম আছে আপনি জরুরী থানায় আমার সাথে দেখা করেন, তা নাহলে আপনার সমস্যা আছে বলে ফোনে কেটে দেয় পুলিশ পরিচয় দানকারী ঐ ব্যক্তি ।
বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করেন হাজী রুহুল কুদ্দুস এবং তিনি বিষয়টি এলাকার চেয়ারম্যান গাজী শওকাত হোসেনকে জানালে, রুহুল কুদ্দুস কে আশ্বস্ত করে বলেন, এ খবর আমি শুনছি তবে কোন চিন্তার কারণ নেই আপনি যেহেতু কোন দল করেন না কিংবা আপনাকে কোনো নাশকতার মামলা নেই তাহলে ভয় পাবেন কেন? আমি ওসি সাহেবের সাথে কথা বলে দেখব।
এদিকে রুহুল কুদ্দুস গুম হতে পারেন এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে সাংবাদিকদের জানান।
ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমিও বিষয়টি শুনেছি যে হাজী রুহুল কুদ্দুসের বিরুদ্ধে চক্রান্ত করছে একটি মহল। আমার জানা মতে সে কোন জামাত ইসলামী আন্দোলন বা বিএনপির আন্দোলনের সাথে যুক্ত না, শুধু মাত্র তাকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে তার বিরুদ্ধে। তবে আমি তার প্রতিবাদ করবো।