তালায় জমি কেন্দ্রীক বিরোধের জেরে আহত-৪
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
জায়গা জমি কেন্দ্রীক বিরোধের জের ধরে তালার গোনালীনলতা গ্রামে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে । আহতদের মধ্যে রোকেয়া বেগম ও তার কন্যা রমেছা বেগমের অবস্থা আশঙ্কাজনক । এই ঘটনায় তালা থানায় এজাহার দায়ের করা হলেও প্রভাবশালীদের কারনে পুলিশ মামলা রেকর্ড করছেনা বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য জামাল গাজী জানান, তালার গোনালীনলতা গ্রামের মৃত. আমজেদ মোল্যা ‘র স্ত্রী রোকেয়া বেগমের সাথে একই এলাকার নুরু মোল্যা গংদের জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
এঘটনায় গত রোববার বিকালে নুরু মোল্যার নেতৃত্বে তার ছেলে জামাল মোল্যা, শহীদ মোল্যা, রব মোল্যা ও মৃত জালাল মোল্যার ছেলে লিটন মোল্যা লোহার রডসহ লাঠিসোটা নিয়ে পরিকল্পিত ভাবে রোকেয়া বেগমের উপর হামলায় চালায়। এসময় মাকে উদ্ধার করতে আসলে দূর্বৃত্তদের হামলায় রোকেয়ার মেয়ে রমেছা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয় ।
এছাড়া হামলায় রমেছা বেগমের ছেলে মুনজির এবং তানজির আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আহত ৪ জনকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার ৭দিন পরেও ভুক্তভোগী পরিবারকে কোন ধরনের আইনগত সহায়তা প্রদান করা হয় নাই ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তালা থানায় কোন মামলা দায়ের করা হয়েছে কি না তা তিনি জানেন না।তিনি প্রতিবেদকে আরও জানান আপনি ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে জেনে নিন ।
Please follow and like us: