ডিসির হস্তক্ষেপে গাজীপুর মাদরাসার নিয়োগ স্থগিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার গাজীপুর আলিম মাদরাসার ৫টি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। গাজীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদটি দীর্ঘদিন শুন্য থাকায় ২০০৭ সালে নিয়োগ বোর্ড গঠন করা হয়েছিল। তৎকালীন সময়ে এলাকাবাসীর বাধার মুখে নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তীতে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ২০১৮ সালে তিনি অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। যোগদানের পরথেকে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে।
যার মধ্যে প্রতিষ্ঠানের এতিম খানায় এতিম ছেলেমেয়ে না থাকা সত্বেও লক্ষ লক্ষ উত্তোলন করে আত্মসাৎ, বিভিন্ন ফান্ডের টাকার জবাব দিহিতা না থাকা, চলতি বছর সরকারী নিয়ম অনুযায়ী নিয়মিত কমিটি করার কথা থাকলেও বিধি লঙ্ঘন করে পাতানো কমিটি গঠন করা মত অভিযোগ রয়েছে। কমিটিতে অধ্যক্ষের নিজের পছন্দের লোক নিয়ে বিতর্কিত কমিটি বানিয়ে অবৈধ নিয়োগ প্রক্রিয়া করার পায়তারার অভিযোগ রয়েছে।
গতকাল (৩০ সেপ্টেম্বর) উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা প্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষার কথা ছিল। এসব পদের মধ্যে অধ্যক্ষের ছেলেকে অফিস সহকারী, ভাইয়ের স্ত্রীকে আয়া পদে এবং বাকী পদে অধ্যক্ষের পছন্দের প্রার্থীকে নিয়োগ দানের পরিকল্পনা বাস্তবায়নের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নিয়োগ বন্ধ হলো কেন তা জানার উদ্দেশ্যে সাংবাদিকদের পক্ষ থেকে অধ্যক্ষের মোবাইলে রিং করা হলেও রিসিপ করেননি। তবে সহকারী শিক্ষক শফিউল আযম জানান, ৩০ সেপ্টেম্বর আমদের প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্ত অনিবার্য কারন বসত পরীক্ষা স্থগিত হয়েছে বলে অধ্যক্ষ আমাকে জানিয়েছে।