সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 

নিজস্ব প্রতিনিধি :

“ইউজ হার্ট ফর এভরি হার্ট” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হার্ট দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আয়োজনে মেডিকেল কলেজ’র পরীক্ষা কেন্দ্রে মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের আয়োজনে মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সঞ্জয় সরকারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর এ.এইচ.এস.এম কামরুজ্জামান, স্বাচিপ ও বিএমএ’র সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সহযোগি অধ্যাপক ও মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সহযোগি অধ্যাপক ও গাইনী বিভাগীয় প্রধান ডা. শঙ্কর প্রসাদ বিশ^াস, সহযোগি অধ্যাপক ও সার্জারী বিভাগীয় প্রধান ডা. মো. শরীফুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি জুনিয়র কনসালটেন্ট ডা. মো. আহছানুল কবির শাহিন প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, সঠিক খাদ্যাভাস ও নিয়মিত শরীর চর্চার মাধ্যমে অনেকাংশে হৃদরোগ কমিয়ে আনা যায় এবং সুস্থ থাকা যায়। অন্যান্য রোগের তুলনায় হৃদরোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রতি দুই মিনিটে দেশে একজন মানুষ হৃদরোগে মারা যান। আর প্রতি ঘণ্টায় মারা যান প্রায় ৩২ জন। দিনে এর সংখ্যা দাঁড়ায় প্রায় ৭৬৯ জনে। যার সংখ্যা মাসে ২৩ হাজার ৮৩। হিসাব অনুযায়ী, প্রতিবছর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ২ লাখ ৭৭ হাজার মানুষ। এর ২৪ শতাংশের জন্য দায়ী তামাক। তামাক ব্যবহারজনিত অসুখে দেশে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। তামাকজনিত হৃদরোগের ঝুঁকি হ্রাসে শক্তিশালী আইন প্রয়োজন বলে সেমিনারে বক্তারা জানান। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে গুরুত্ব সহকারে। অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, জাতীয় চারনেতা, করোনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)