কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘ’র পক্ষ থেকে দুর্গাপূজায় উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ
কামরুল হাসান,কলারোয়া:
কলারোয়ায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘ’র উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
মঙ্গলবার বিকেলে সংগঠনের কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের জালালাবাদ দাশপাড়া মন্দির সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ছাত্র সংঘ’র সভাপতি আফজাল ফুয়াদ অভি। সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, উপদেষ্টা প্রাধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা এনায়েত খান টুন্টু।
সংগঠনের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী এস এম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের আর্থিক সহযোগিতা ও নির্দেশনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের আইসিটি সম্পাদক সাংবাদিক ফারুক রাজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পঙ্কজ কুমার ঘোষ, কেঁড়াগাছি ইউনিয়ন সম্পাদক আবুল বাশার, জালালাবাদ ইউনিয়ন সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ সানি, লাঙ্গলঝাড়া ইউনিয়ন সভাপতি সোহাগ হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন সভাপতি রোকনুজ্জামান, নয়ন মন্ডল, দেবাশীষ সরকার, আতিকুজ্জামান আশিক, পূজা মন্ডপ কমিটির সভাপতি প্রশান্ত দাশ, সেক্রেটারি স্বপন দাশ, শিক্ষক গুরুপদ দাশ, গোবিন্দ দাশ, পরিতোষ দাশ, গোবিন্দ দাশ, মহেন্দ্র দাশ, বিশ্বনাথ দাশ, উত্তম দাশ, ধনী দাশ, কেষ্ট দাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ইউএনও রুলী বিশ্বাসকে জালালাবাদ দাশপাড়া পূজা মন্ডপ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান সনাতন ধর্মাবলম্বীরা।
Please follow and like us: