তালা উপজেলার পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ
ফারুক সাগর(তালা প্রতিনিধি) :
শারদীয় দুর্গোৎসব(১ অক্টোবর) উপলক্ষে তালা উপজেলার পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সরকারি অনুদান বিতরণ করা হয়।উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান,পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ও সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ।
এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ।
উপজেলার ১৯৪টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদান হিসবে ৫০০ কেজি চালের মূল্যের হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
Please follow and like us: