কালিগঞ্জে স্ট্রোক জনীত কারণে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু
আরাফাত আলী :
কালিগঞ্জের মৌতলায় ব্রেইন স্টোক জনীত কারনে আফরিনা পারভীন (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় খুলনায় শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সে মৌতলা বাজার সংলগ্ন এলাকার আনছার আলীর মেয়ে ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল। মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ ব্রেইন স্ট্রোকের শিকার হয় আফরিনা।এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানের কর্তব্যরত চিকিৎসক।
অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সিটি হাসপাতালে মস্তিষ্কে অপারেশন করা হয় তার। পরবর্তীতে কয়েক দিন আইসিইউতে থাকলেও অবস্থার আরো অবনতি ঘটতে থাকে ওই ছাত্রীর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে শহীদ আবু নাসের হাসপাতালে রেফার করা হয় তাকে। কয়েক দিন আউসিউতে থাকা অবস্থায় শনিবার সন্ধ্যায় আবু নাসের হাসপাতালে মৃত্যু হয় আফরিনার। রবিবার ২ টার সময় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা আরম্ভ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি আফরিনা।
Please follow and like us: