শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবাদিকতা বিষয়ক ৩ দিনের কর্মশালা সম্পন্ন
ডেস্ক রিপোর্ট:
সনদপত্র বিতরণের মধ্যদিয়ে শেষ হলো জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ীতে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সিনিয়র সাংবাদিক সামিউল মনির।
সমাপনী অনুষ্ঠানে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ।
প্রশিক্ষণের তিন দিনে উপকূলীয় এলাকার ২৭জন সংবাদ কর্মীকে সংবাদ, সাংবাদিকতা, সংবাদ লিখন, জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবাদিকতা বিষয়ক ধারণা দেন গণমাধ্যম ব্যক্তিত্ব তানজির কচি ।
Please follow and like us: