আশাশুনি গ্রাম ডাক্তার আরমিনের সুদের জালে জড়িয়ে অনেকেই সর্বশান্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে গ্রাম ডাক্তার আরমিন সানা সুদের ব্যবসায় বেপরোয়া হয়ে উঠেছেন। তার সুদের জালে জড়িয়ে অনেকেই সর্বশান্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাম ডাক্তার আরমিন সানার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে একটি চেম্বার আছে। নামে তিনি গ্রাম ডাক্তার হলেও চেম্বারে বসেই তার মূল ব্যবসা সুদের কারবার দিব্বি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানাগেছে, ইতিপূর্বে জামালনগর গ্রামের সেলিম ফকির সুদ ব্যবসায়ী আরমিন সানার নিকট থেকে ১০ হাজার টাকা ঋণ নেয়। ৫মাস পরে উক্ত টাকার সুদ সমেত ১ লাখ ২০ হাজার টাকা পরিনত হয়। সুদের টাকা আদায় করতে না পেরে ঋণ গ্রহীতা সেলিম ফকিরের নামে সাতক্ষীরার বিজ্ঞ আমলী (৮ নং আশা:) আদালতে একটি সিআর মামলা দায়ের করেন তিনি। মামলা নং-২৬০/২১। সুদের মামলায় জড়ানো সেলিম ফকিরের মত অনেক নিরিহ মানুষ আরমিন সানার কাছে জিম্মি হয়ে হাতাশা গ্রস্থ হয়ে পড়েছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, সুদের ব্যবসার কালো টাকার বড়াই দেখিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে আর্থিক সুবিধা দিয়ে গ্রাম ডাক্তার সংগঠনের উচ্চ পদস্থ পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। একাধিক গ্রাম ডাক্তার এ প্রতিবেদককে জানান, জেলার এক ব্যক্তিকে মোটা অংকের অর্থ দিয়ে হাত করে রেখেছেন আরমিন সানা। প্রশাসনিক জটিলতা এড়াতে জেলার সেই ব্যক্তি (জনৈক ডাক্তার) তাকে সুদের ব্যবসার ছাতা হয়ে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন বলে একাধিক ব্যক্তি জানান। ক্ষমতার লোভে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি পদ পেতে প্রয়াত সভাপতি আশুতোষ রায়কে কমিটি কেন্দ্রীক বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতেন বলে অভিযোগ করেন একাধিক গ্রাম ডাক্তার।
গ্রাম ডাক্তার আরমিন সানার কাছে সুদের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি বর্তমানে অনেক ঋণ হয়ে গেছি। যাদের সাথে লেনদেন সংক্রান্ত মামলা ছিলো সেটি ইতিমধ্যে মিমাংশা হয়ে গেছে।
এলাকাবাসী তার সুদের ব্যবসার হাত থেকে রক্ষা পেতে এবং তার বে-আইনি সুদের ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।