সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৮ জেলে আটক
স্টাফ রিপোর্টার:
গহীন সুন্দরবনে সংরক্ষিত (অভয়ারণ্য) অঞ্চলে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছেন বনবিভাগের সদস্যরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশনের বনকর্মীরা সুন্দরবনের মায়ের খালে বিষ দিয়ে মাছ ধরার সময় জেলেদের হাতেনাতে আটক করেন।
এ সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, চার বোতল বিষ এবং মাছ ও জালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের সুবাদ সরদারের ছেলে মালেক সরদার, কলবাড়ী গ্রামের ইমান আলীর ছেলে রেজাউল করিম এবং কয়রা উপজেলার গোবরা গ্রামের এনায়েত আলীর ছেলে খায়রুল ইসলাম, রুহুল আমিন ঢালীর ছেলে মফিদুল ঢালী, আবুল বাশারের ছেলে মোশারফ হোসেন, আমজাদ সরদারের ছেলে সেরাজুল সরদার, ইমান সরদারের ছেলে বিলাল হোসেন ও দবির সানার ছেলে খোকন সানা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংরক্ষিত অঞ্চলে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরার সময় জেলেদের আটক করেন বনবিভাগের সদস্যরা। পরে বন আইনে মামলা দিয়ে তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।