যশোরে এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ, গ্রেফতার দুই বন্ধু
নিউজ ডেস্ক:
যশোরের শার্শায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজামপুর ইউপির কন্দপপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান আলী ও মাসুদ নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই শিক্ষার্থীর স্বজনরা জানান, বৃহস্পতিবার তার পরীক্ষা থাকায় গত বুধবার রাত জেগে প্রস্তুতি নিচ্ছিল। ওই শিক্ষার্থীর মা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে ছিলেন। এ সুযোগে বড় নিজামপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে হাসান ও তার আরো চার বন্ধুকে নিয়ে রাতে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হাসান ও মাসুদ নামে দুইজনকে আটক করে। তবে নাসিম, নুরুজ্জামান ও সাকিব নামে আরো তিনজন কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাদের পুলিশে দেয়।
শার্শা থানার ওসি মামুন খান জানান, শিক্ষার্থীরকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।