সাফ চ্যাম্পিয়ন:সাবিনা-মাসুরার কৃতিত্বে সাতক্ষীরায় আনন্দের জোয়ার
স্টাফ রিপোর্টার:
নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ ভাসছে আনন্দের জোয়ারে। চ্যাম্পিয়ন দলে থাকা সাবিনা খাতুন এবং মাসুরা পারভীনের বাড়ি সাতক্ষীরায় বইছে আনন্দের জোয়ার।
সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের সবুজবাগে সাবিনাদের বাড়িতে খেলা দেখছেন এলাকার অনেকে। বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাবিনা খাতুন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ায় আনন্দের জোয়ার বইছে তার পরিবারসহ সংশ্লিষ্ট সবার মধ্যেই।
সাবিনার মা মমতাজ বেগম বলেন, সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে- এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এ দলে আমার মেয়ে রয়েছে এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। সাবিনা টুর্নামেন্টে আট গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় আমাদের আনন্দের অন্ত নেই।
সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকায় নারী ফুটবল দলের অপর খেলোয়াড় মাসুরার বাড়ি। তার বাড়িতেও চলছে জয়ের উৎসব।
মাসুরার মা ফাতেমা খাতুন বলেন, ছোটবেলা থেকেই মাসুরার খেলাধুলার প্রতি আগ্রহ ছিল। এজন্য আমি তাকে খেলা চালিয়ে যেতে বলেছিলাম।
সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হোসেন প্রিন্স জানান, নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়া গর্বের বিষয়। সাতক্ষীরার মেয়ে সাবিনা এবং মাসুরা জাতীয় দলে শক্ত জায়গা করে নিয়েছেন। তাদের সফলতার ধারা অব্যাহত থাকুক।