কালীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠি
এস.কে ফিরোজ :
কালীগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষ ও কিশোর-কিশোরীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) উদ্যোগ ও ব্যবস্থাপনায় উপজেলার নলতা ইউনিয়নের কাজলা পল্লীসমাজ সংশ্লিষ্ট পুরুষ/যুবকদের নিয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অ্যাসোসিয়েট অফিসার সেলস মোঃ হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোছাঃ ফাতেমা খাতুন,(ডেপুটি ম্যানেজার,সোশ্যাল মবিলাইজেশন)।
এসময় তিনি উপস্থিত সকলকে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইতিবাচক আচরণ করতে উদ্বুদ্ধ করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ২০ জন সদস্য অংশ নেন।
এ সময় উপস্থিত সকলে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার জন্য এনজিও সংস্থা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।