কালিগঞ্জে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে ভ্যান চালকের আত্মহত্যা
আরাফাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে ইয়াছিন হাওলাদার (২৫) নামে এক ভ্যান চালক আত্নহত্যা করেছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মৃত গফুর হাওলদারের ছেলে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নামাজগড় গ্রামের হাওলদার পাড়ায় ঘটনাটি ঘটেছে। নিহতের বোন তাছলিমা খাতুন জানান, দীর্ঘ ১০ বছর ধরে ডায়েবেটিসহ নানা ধরনের রোগে ভুগছিলেন তার ভাই। গত কয়েক দিন ধরে বেশি অসুস্থ হয়ে পড়ে ইয়াছিন। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল তার। শরীরের ব্যাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে রশির সাহায্যে ঘরের আড়ার সাথে ঝুলে পড়ে ইয়াছিন। এসময় তার মা ঘরে ঢুকে তার ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সন্তানকে বাঁচাতে দিশেহারা হয়ে সন্তানের ঝুলন্ত নিথর দেহ মাটিতে নামায় তার মা। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দেন।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক মিলন কুমার বিশ্বাস বলেন, রোগের যন্রণা সহ্য করতে না পেরে ইয়াছিন নামের ওই যুবক আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Please follow and like us: