রানি এলিজাবেথের শেষকৃত্য দেখানো হবে ১২৫ প্রেক্ষাগৃহে
আন্তর্জাতিক ডেস্ক:
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ব্রিটেনের ১২৫ প্রেক্ষাগৃহে দেখানো হবে। এসব প্রেক্ষাগৃহে গিয়ে রানির শেষকৃত্য দেখতে কোনো অর্থ ব্যয় করতে হবে না। পাশাপাশি পার্ক, স্কয়ার ও ক্যাথেড্রালে স্থাপিত বড় পর্দায়ও দেখা যাবে শেষকৃত্যের অনুষ্ঠান।
ব্রিটিশ সরকারের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কাল সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ব্রিটেনের সংস্কৃতি বিভাগ জানায়, রানির শেষকৃত্যের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিবিসি, আইটিভি ও স্কাই।
গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদে রানির মৃত্যু হয়। মৃত্যুকালে ব্রিটেনের সবচেয়ে দীর্ঘসময়ের শাসক (৭০ বছর) রানির বয়স হয়েছিল ৯৬ বছর। তার শেষকৃত্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যোগ দিচ্ছেন।
Please follow and like us: