প্রতারণাসহ একাধিক মামলার আসামি শফিকুল মাধবকাঠি থেকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :
চাঁদাবাজি, ডাকাতি ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি শফিকুলকে গ্রেপ্তার করেছে । কলারোয়া থানার পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি গ্রাম থেকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামের বাড়ি মাধবকাঠি গ্রামে।
মামলার বাদি কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা এলাকার আলেয়া খাতুন জানান, তার ছেলে সুজনকে জেলা প্রশাসক কার্যালয়ে চাকুরী দেওয়ার নাম করে শফিকুল ইসলাম ২ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে জানতে পারে শফিকুল ইসলাম একজন প্রতারক। বিভিন্ন মানুষের কাছ থেকে চাকুরী দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, নাশকতা ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। আলেয়া খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় তিন জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, শফিকুল ইসলাম, তার স্ত্রী মোসলেমা খাতুন ও আফছার আলী।
কলারোয়া থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, শফিকুল ইসলাম একজন বড় মাপের প্রতারক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।