কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
কামরুল হাসান,কলারোয়া:
কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ১৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর সদরের ঝিকরা জোনাকি সিনেমা হল মোড়ে সমিতির অফিস সংলগ্ন মাঠে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি বাবু গঙ্গামণির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়েদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মহিলা কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম, সমাজসেবক শামছুর রহমান। উপস্থিত ছিলেন-সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্য ও সদস্যাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে-উপজেলা সমবায় অফিসার সৈয়েদ হোসেন সমিতির বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আমি সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভায় উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত।
আমি আগামী নতুন কমিটি ও সমিতির সার্বিক সমৃদ্ধি কামনা করছি। অনুষ্ঠান শেষে অধিক সঞ্চয় দানকারীদের পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার পান রাসেল রানা, দ্বিতীয় পুরস্কার পান আশুরা বেগম ও তৃতীয় পুরস্কার লাভ করেন আলেয়া বেগম।
Please follow and like us: