কলারোয়ায় ‘সামাজিক-সম্প্রীতি’ সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান,কলারোয়া :
কলারোয়ায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ‘সামাজিক-সম্প্রীতি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়৷
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন ১ অক্টোবর হতে ৫ অক্টোবর কলারোয়া উপজেলার ৪৬টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে এলাকার শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরা, পুলিশ, আনসার বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন টিম কড়া নজরদারিতে কাজ করবে৷ এছাড়াও ধর্মকে ব্যবহার করে যদি কেহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় এমন প্রমাণ পেলে তাকে তাৎক্ষণিক আইনের আওতায় আনা হবে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল,
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, উপি চেয়ারম্যান রবিউল হাসান, বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকুনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী প্রমুখ৷
Please follow and like us: