তালায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফারুক সাগর(তালা প্রতিনিধি) :
তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ বাস্তবায়নে নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ প্রোগ্রামের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু। উত্তরণ ওয়াশ প্রকল্পের পি.ও. মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ সকল নারী ও পুরুষ মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ ও ওয়াশ ডেক্স উদ্যোক্তা। এ সময় উপস্থিত ছিলেন ওয়াশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর বিউটি খাতুন,সজীব হোসেন, এস এম চাতক প্রমুখ।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা একজন নেতার গুণাবলী, ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য, ইউনিয়ন পরিষদের এ্যাক্ট-২০১৯, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল, এমটিআর, বাৎসরিক বাজেট এবং ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কৌশল ইত্যাদি বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করেন।
Please follow and like us: