সাংবাদিক দেখে বাতিল শিক্ষক নিয়োগ পরীক্ষা
অনলাইন ডেস্ক :
অকার্যকর নিয়োগ বিধিতে ভর করে অতিগোপনে মিঠাপুকুরের বেসরকারি শুকুরের হাট ডিগ্রি কলেজে ৫ জন শিক্ষক নিয়োগে পরীক্ষার আয়োজন ভেস্তে গেল। পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকরা জড়ো হওয়ার পর অজানা আশঙ্কায় তড়িঘড়ি করে ৩০ মিনিটের পরীক্ষা ১৫ মিনিট না যেতেই শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি অধ্যাপক চিন্ময় বাড়ৈ পরীক্ষা বাতিল করেন। মন্ত্রণালয়ের নিয়োগ বিধি উপেক্ষা করে এই কলেজের শিক্ষক নিয়োগে কোটি টাকা হাতবদলের অভিযোগ রয়েছে। ২০১৯ সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়েছে। তবে ওই বিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন রয়েছে। শুকুরের হাট কলেজে পর্যাপ্ত জায়গা থাকার পরও সেখান থেকে ২০ কিলোমিটার দূরে সরকারি বেগম রোকেয়া কলেজে ১৫ জন পরীক্ষার্থীর বসার আয়োজন করা হয়।
নিয়োগ পরীক্ষা কেন বাতিল করা হলো এ সম্পর্কে শুকুরেরহাট ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলজার হোসেন বলেন, নিয়োগ কার্যক্রম চলার সময় সাংবাদিকরা হঠাৎ করে সেখানে হাজির হন। উদ্বুদ্ধ পরিস্থিতে নিয়োগ কার্যক্রম বাতিল করেন ডিজির প্রতিনিধি। জানতে চাইলে কলেজের গভর্নিংবডির সভাপতি মিঠাপুকুর উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য সেলিম মন্ডল বলেন, কোনো আর্থিক লেনদেন হয়নি। যদি কেউ বলে থাকে তা সঠিক নয়। তা হলে শিক্ষক নিয়োগ বিধি-বিধান বা পরিপত্রের নির্দেশনা উপেক্ষা করে গোপনে কেন এই নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। এর কোনো জবাব দিতে পারেননি তিনি। এ সংক্রান্ত কোনো নথিপত্র তার কাছে নেই বলে জানান।