আশাশুনিতে মফিজুলের বাড়ি গুলি ও বোমা দিয়ে ফাঁসাতে গিয়ে মিকাইল গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে অন্যের বাড়িতে রাইফেলের গুলি ও বোমা রেখে ফাঁসাতে গিয়ে মিকাইল নামে একজন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কাদাকাটি গ্রামে মফিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও অস্ত্র মামলা (নং-১৫ তাং ১৫/০৯/২২) দায়ের করা করেছে।
কাদাকাটি গ্রামের আঃ হাকিম সরদারের ছেলে মফিজুল সরদারের স্ত্রী পারভিন আক্তার জানান, বুধবার রাত্র ৩ টার দিকে হঠাৎ ৫ থেকে ৭জন পুলিশ তাদের বাড়িতে আসে। পুলিশের সাথে স্থানীয় মৃত আঃ রউফ সরদারের ছেলে ই¯্রাফিল ও মইনুর রহমান সরদারের ছেলে মিকাইল ছিল। পুলিশ আমাদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে কোন কিছুই না পেয়ে আমাদেরকে জানায় যে, আমাদের বাড়িতে নাকি বোমা রাখা আছেÑএমন তথ্য তাদের কাছে আছে। বিষয়টি শুনে আমরা হতভম্ব হতবাক হয়ে যাই। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোন কিছুই পাওয়া যায়নি, তখন থানা পুলিশ মিকাইল ও ই¯্রাফিলকে বাড়ির ভিতরে ডেকে আনেন।
এ সময় তাদেরকে চাপ প্রয়োগ করলে তারা নিজেরাই আগে থেকে লুকিয়ে রাখা বোমা ও রাইফেলের গুলি গলার তলা থেকে বের করে দেয়। পুলিশ সাথে সাথে বোমা পানিতে রেখে নিস্ক্রীয় করে এবং মিকাইলকে গ্রেফতার করেন। ততক্ষণে ই¯্রাফিল কৌশলে পালিয়ে যায়। গৃহবধূ পারভিন আক্তার আরো জানান, অভিযুক্ত মিকাইল ও ইসরাফিলের সাথে তাদের জলমহল নিয়ে দ্ব›দ্ব আছে। কাদাকাটিতে সাড়ে চার শত বিঘা জলমহাল তার স্বামীর বড় ভাই ইজারা পেয়েছে। নিয়ম অনুযায়ী সকলেই হারির টাকা পরিশোধ করলেও মিকাইল ও ই¯্রাফিল হারির টাকা না দিয়ে বিভিন্ন তালবাহনা শুরু করে। এব্যাপারে দ্রæত বিচার ট্রাইব্যুনালে ১৯/২০২২ নং মামলা করা হলে পিডিআই তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করেছেন।
এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী মিকাইল ও ই¯্রাফিল মামলার বাদীকে (মফিজুল) জব্দ করতে মিথ্যা মামলায় ফাঁসাতে তাদের বাড়িতে অবৈধ গুলি ও বোমা রেখে দিয়ে পুলিশকে খবর দেয়। যা থানা পুলিশ ষড়যন্ত্রকারীদের মাধ্যমেই উদ্ধার এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করেছেন।
স্থানীয় ইউপি সদস্য বিপ্লব কুমার রায় জানান, রাতে পুলিশ এসে মফিজুলের বাড়িতে তল্লাশি করে প্রথমে কিছুই পায়নি। পরে স্থানীয় মিকাইল ও ই¯্রাফিল এর মাধ্যমে বোমা ও রাইফেলের গুলি উদ্ধার করে থানা পুলিশ।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন, প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসাতে এঘটনা সাজানো হয়েছিলো। পুলিশ প্রতারক মিকাইল সরদারকে গ্রেফতার করেছে এবং অপর আসামী ইসরাফিল ও অজ্ঞাতরা পলাতক রয়েছে।