তালায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি
তালা প্রতিনিধি:
তালার মাগুরা ইউনিয়নে বলরামপুর গ্রামে লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে কয়লা তৈরি করার প্রক্রিয় চলমান রয়েছে । যার প্রভাবে এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে।
দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী স্থানীয় প্রভাবশলী মহলের ছত্রছায়ায় বলরামপুর গ্রামের পাগল দের ছেলে শ্যামল দে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর বেআইনিভাবে চালিয়ে যাচ্ছে ৫টি চুল্লি । প্রত্যেক চুল্লিতে ৫০মন কাঁঠ পোড়ানো হয় । দিনে ২৫০মন কাঠের প্রয়োজন হয়।এক বছরে প্রায় সাড়ে ৪ হাজার মন কাঠ লাগে ।
এ বিষয়ে কারখানার মালিক শ্যামল দে জানান, আমাদের ট্রেড লাইসেন্সসহ পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স আছে । সাংবাদিকরা দেখতে চাইলে তিনি বলেন আমার ভাইপো ইন্দ্রজিৎ এর কাছে সবকিছু আছে ।
এলাকাবাসী জানায়, গ্রামের ভিতর চুল্লি দিয়ে কাঠ পোড়ানোর কারনে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে । কারণ চুল্লি সংলগ্ন এলাকার জমিতে চাষিদের ধানসহ বিভিন্ন ধরনের তরিতরকারি আবাদে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন এলাকার একাধিক কৃষক ।
ওই এলাকার একাধিক লোক নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানায়, শ্যামল দে ছাড়াও আরেক কয়লা ব্যবসায়ী অসীম চুল্লীতে কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে সে প্রচুর টাকার মালিক হয়েছে । তার বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দেয়।এই ভয়ে আমরা এলাকার লোক তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।
সাতক্ষীরা জেলা প্রশাসক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এ অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ।
Please follow and like us: