বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
একটানা কয়েকদিনের বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে ।একদিকে প্রচণ্ড গরম।অন্যদিকে লোডশেডিং ।এই দুই কারণে সাধারণ মানুষের জীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছে ।ঠিক সেই সময় টানা কয়েকদিনের বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে ।
তালা উপজেলার কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে ।চলতি মৌসুমে বৃষ্টি অভাবে খাল বিলে পানি না থাকায় তারা ঠিক মত পাট জাগ দিতে পারছিল না । আবার আমন ক্ষেতে পানির অভাবে আহাকার পড়ে গিয়ে ছিল। বৃষ্টিপাতে ফলে কৃষকদের মাঝে লুকিয়ে থাকা আতংক কেটে আশার আলো দেখতে পেয়েছে।
মংস্য ব্যবসায়ীদেরও একই অবস্থা ।টানা কয়েকদিনের বৃষ্টি পাতে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে । তালার মাগুরা ইউনিয়নের পোনা ব্যবসায়ী নুর ইসলাম জানান,বৃষ্টির অভাবে আমরা ঠিক মত পোনা বিক্রি করতে পারছিলাম না।কয়েকদিনের বৃষ্টিতে পোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে ।দিনরাত আমরা এখন পোনা সংগ্রহ এবং সরবরাহে ব্যস্ত সময় পার করছি।
খলিলনগর ইউনিয়নের ঢাকায় চাকরিরত রেশমা আক্তার জানান, বাড়িতে অসুস্থ মা আছে ।তাকে দেখতে যাওয়ার দরকার । উচ্চ রক্তচাপে দীর্ঘদিন ধরে ভুগছেন আমার মা।অতিরিক্ত গরমে জন্য তাকে নিয়ে চিন্তায় থাকি ।বৃষ্টিপাতের কারণে তালার তাপমাত্রা সহনশীল অবস্থা বিরাজ করছে ।এর ফলে আমার চিন্তা অনেকটা দূর হয়েছে ।
খলিশখালী ইউনিয়নের ব্যাটারি ভ্যান চালক শেখ আজাদ হোসেন জানান,দিনে গরম বেশি থাকায় মানুষজন বাইরে বের হচ্ছে না ।আর সারাদিন পরিশ্রম করে রাত্রে যে একটু ঘুমাবো তারও উপায় নাই গরম একটু বেশি পড়লে বিদুৎ থাকে না । গরম একটু কমছে,কয়েকদিন ভালো ঘুম হচ্ছে ।
সাতক্ষীরা আঞ্চলিক আবহাওয়ায় অফিসের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে । বর্তমানে নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়েছে । আগামী ৪৮ ঘণ্টা দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ১ডিগ্রি পরিবর্তন হতে পারে।সেই সাথে সাতক্ষীরা,খুলনা,বাগেরহাট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতসহ কোথায় কোথায় ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ।
Please follow and like us: